ঝিনাইদহ সদর উপজেলার আমতলা নামক স্থান থেকে মঙ্গলবার ভোরে একটি পিকআপ ও ৬৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে পিকআপ ভ্যানে করে ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এসময় পিকআপটি সড়কের আমতলা এলাকায় আসা মাত্রই গতিরোধ করে পিকআপে তল্লাশি চালিয়ে ৬৩০ বোতল ফেনসিডিল উদ্ধার ও তিন ব্যবসায়ীকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৩ মে ১৬/ সালাহ উদ্দীন