মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পাঁচ রাজাকারের সাজা হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছেন মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি। আজ মঙ্গলবার রায় ঘোষণার খবর জানার পর মুক্তিযোদ্ধারা শোভাযাত্রাটি বের করেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানবতাবিরোধী অপরাধে আদালত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রাজাকার গাজী মান্নান, ক্যাপ্টেন এটিএম নাসির, অ্যাডভোকেট এটিএম শামসুদ্দিন ও হাফিজ উদ্দিনকে ফাঁসি ও আজহারুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। আসামিদের মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন ছাড়া অন্য সবাই পলাতক।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ আফরোজ