হরতাল অবরোধে সরকারি কাজে বাধা প্রদান-পুলিশকে মারপিট এবং বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় পুলিশ ও ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় ২১৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।
মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মামুন শুনানি শেষে দুটি মামলার চার্জ গঠন করেন। চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের ব্রাঞ্চ সহকারি টি.এম.মনজুর শামীম চার্জ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১২ মার্চ হরতাল চলাকালে শহরের চামড়াপট্টি এলাকায় পুলিশের সাথে ছাত্রদল-যুবদল কর্মীদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বাদী জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সভাপতি আবু সাইদ সুইট, যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন খানসহ শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। তদন্ত শেষে উপ-পরিদর্শক হাফিজ মো. রায়হান ৯৩জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। মামলা চলাকালে একজন মারা যাওয়ায় ৯২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
অপরদিকে, ২০১৩ সালের ১৩ জানুয়ারি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধাণি সম্পাদক শামীম রেজা বাদী হয়ে বিএনপি-ছাত্রদল-যুবদলের ১১০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম তদন্ত শেষে ১২৬ জনের নামে চার্জশিট প্রদান করেন। মামলা চলমান অবস্থায় ২ জন মারা যাওয়ায় ১২৪ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষে এপিপি আব্দুর রউফ পান্না ও ওয়াছ করনী লকেট এবং আসামি পক্ষে অনন্ত ৫-৭ জন আইনজীবী আসামি হাজিরা পিটিশনে স্বাক্ষর করলেও মাত্র ২ জন জুনিয়র আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ আফরোজ