সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি শামীম খানকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মুলিবাড়ীতে আলোচিত ট্রেন পোড়ানো মামলায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হয়ে শামীম জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবি এ্যাড.সেলিম আহম্মেদ জানান, ২০১০ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে মুলিবাড়ীতে খালেদা জিয়ার জনসভা স্থলে ট্রেনে আগুন দেয়া হয়।
এ ঘটনায় জিআরপি-থানা পুলিশ ও আওয়ামী লীগ নেতা বাদী হয়ে আটটি মামলা দায়ের করে। এর মধ্যে তিনটি মামলায় এজাহারভুক্ত আসামী শামীম দীর্ঘদিন পলাতক ছিলেন। শামীম আজ সকালে আদালতে হাজিরা দিলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ হিমেল-২১