ফরিদপুরে অপহরণের চার দিন পার হলেও সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমীর সপ্তম শ্রেণীর ছাত্রী মারুফা বেগমের (১৩) কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে আজ মারুফাকে উদ্ধারের দাবীতে শিবরামপুর স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে। এসময় তারা মারুফা বেগমের অপহরণকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। মারুফা অপহরনের পর ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিবরামপুর এলাকার মাইনুদ্দিন কাজীর মেয়ে মারুফাকে গত ৩০ এপ্রিল স্কুলে যাবার পথে এমদাদিয়া হাসানিয়া মাদ্রাসার সামনে থেকে কয়েকজন যুবক জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এরপর থেকে মারুফার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা মাইনুদ্দিন কাজী একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতার ও স্কুল ছাত্রীকে উদ্ধারে চেষ্টা করছে পুলিশ।
এদিকে মারুফা অপহরণের ঘটনায় শিবরামপুর আরডি একাডেমীর অন্যান্য ছাত্রীদের মাঝে আতংক বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ হিমেল-২২