চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ খাদ্য গুদামে জায়গা না থাকায় খোলা আকাশের নিচে রাখা হয়েছে শত শত মেট্রিক টন গম। সেই সাথে জায়গা না থাকায় বন্ধ রাখা হয়েছে গম সংগ্রহ অভিযান।
অথচ খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৩১ মে’র মধ্যে সংগ্রহ করতে হবে ৪ হাজার ৪শ’ ৩৯ মেট্রিক টন গম। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছে শিবগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তারাসহ স্থানীয় কৃষকরা।
কৃষক ও স্থানীয়দের অভিযোগ, উর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গম সংগ্রহ অভিযান বন্ধ রয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রান্তিক কৃষকরা।
শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জানান, শিবগঞ্জ খাদ্য গুদামের ধারণ ক্ষমতা রয়েছে এক হাজার মেট্রিক টন। এ পর্যন্ত গম সংগ্রহ করা হয়েছে ৭শ’ ৬৯ টন। সেখানে মোট মজুদ রয়েছে ১৫শ’ ৭৬ মেট্রিক টন। গুদামের মধ্যে জায়গা না থাকায় সংগ্রহ করা গম বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাখা হয়েছে। ফলে এই গমগুলো যেকোন সময় প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হতে পারে।
তিনি আরও জানান, শিবগঞ্জে সংগ্রহকৃত গমগুলো রাজশাহী অঞ্চলে যেকোন গুদামে রাখলে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। সেই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে গম সংগ্রহ অভিযান সফল হবে। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মহিবুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ হিমেল-২৩