দিনাজপুরের খানসামায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে মনোয়ার হোসেন(২২) নামে এক বখাটে যুবকের ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবক দিনাজপুরের খানসামা উপজেলার জাহাঙ্গিরপুর হলদিপাড়ার মৃত বালিয়া রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার সময় হাতেনাতে স্থানীয়রা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে থানায় নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ