বরিশালের গৌরনদীতে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে (আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা দিবস) পালিত হয়েছে। গৌরনদী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আজ সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্য্যান ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ। বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবু সাঈদ খন্দকার, গৌরনদী প্রথম আলো বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, অনলাইন দৈনিক গৌরনদী ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ আনিছুর রহমান, সাংবাদিক মোঃ জাহিদ হাওলাদার, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সবুজ হাওলাদার প্রমূখ।
বক্তারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহবান জানিয়ে সাংবাদিকদের স্বাধীনতা প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ হিমেল-২৮