মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষিকা জরিনা বেগম চুরির মিথ্যা অভিযোগ এনে মাদ্রাসা ছাত্রী আয়েশা আক্তারকে(১৫) লাঠি দিয়ে পিটিয়ে এবং ইটের আঘাতে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মাঝি বাড়ি এলাকায় ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রী আয়েশার মা হাজেরা বেগম জানান, সোমবার বিকেলে প্রধান শিক্ষিকা আমার মেয়েকে মারধর করে। কিন্তু বাড়ি ফিরে মেয়ে আমাদেরকে ওই বিষয়টি জানায়নি। পরদিন মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় সে মাদ্রাসায় গেলে ওই প্রধান শিক্ষিকা আবারও তাকে মারধর করে এবং ইট দিয়ে হাতে-পা থেঁতলে দেয়। তিনি আরও জানান, ব্যাগ থেকে ৫০০ টাকা চুরির মিথ্যা অভিযোগ এনে তার মেয়েকে প্রধান শিক্ষিকা অন্যায়ভাবে দু’দফা মারধর করেন।
এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মাঝি জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি মাদ্রাসার প্রধান শিক্ষিকাকে জিজ্ঞেস করেছি। এ বিষয়ে সামাজিক ভাবে বিচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষিকা জরিনা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে এ বিষয়ে কোন কথা বলতে চাননি।
বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ আফরোজ