ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়ায় “হাসামদিয়া গণহত্যা” দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে ৩৩ শহীদ পরিবারের সদস্যরা শহীদদের স্মৃতির নামফলকে পুষ্পস্তবক অর্পন করেন। পরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করা হয়।
দিবসটিকে সামনে রেখে শাহ জাফর টেকনিক্যাল কলেজের হলরুমে স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণসভায় বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। এসময় জেলা মুজিব বাহিনীর কমান্ডার, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর, যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার আলহাজ নুর মোহাম্মদ বাবুল, অধ্যাপক লিয়াকত হোসেন লিটন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ মে তিন শতাধিক পাক সেনার একটি বহর রেলযোগে ফরিদপুরের বোয়ালমারী স্টেশনে নেমে উপজেলার হাসামদিয়া এলাকায় আসে। এসময় তারা মুজিব বাহিনির ফরিদপুর জেলা কমান্ডার শাহ মো. আবু জাফর ও তার পরিবারের সদস্যদের খুঁজতে থাকে। তাদেরকে না পেয়ে পাক বাহিনীর দোসর, স্থানীয় রাজাকারদের সহযোগিতায় হাসামদিয়া, রাজাপুর, ময়েনদিয়া রাজাবেনি মিঠাপুর পোয়াইলসহ কয়েকটি গ্রামের ৩৩ নিরীহ গ্রামবাসীকে গুলি হত্যা করে। আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হয় অর্ধ শতাধিক বাড়িঘরসহ স্থানীয় ময়েনদিয়া বাজারের ৫০ এর অধিক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ