দিনাজপুরের বোচাগঞ্জে রিয়াজ উদ্দীন (৪২) নামে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে সেতাবগঞ্জ পৌরসভার পিডিবি পাড়া এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দীন বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার পিডিবি পাড়া মহল্লার জাবেদ আলীর পুত্র।
স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম জানান, রিয়াজ উদ্দীন পিডিবি পাড়ার নিজ বাসার পিছনের জমিতে ঘাস কাটতে যায়। সেখানে কাজ করার সময় সকাল সাড়ে ১০টায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে রিয়াজ নিরাপদ স্থানের সন্ধানে যাওয়ার পথে বজ্রপাতে গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আঞ্জুমান আরা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৬/হিমেল-০৭