জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদমূলক লিফলেট বিতরণকালে বরিশালে ৩ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এ সংক্রান্ত কিছু লিফলেট ও ধর্মীয় বই উদ্ধার করা হয়।
আজ দুপুর ২টার দিকে কাউনিয়া থানার পুরানপাড়া এলাকা থেকে তাদের আটক করে মেট্রোপলিটন পুলিশ। আটককৃতরা হলেন, বরিশাল বিএম কলেজের সমাজ বিজ্ঞানের চতুর্থ বর্ষের মিজানুর রহমান এবং একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. ইমরান হোসেন ও মো. মুশফিকুর রহমান।
নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ জানান, আটককৃতরা নগরীর পুড়ান পাড়ায় নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদমূলক লিফলেট বিতরণ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু লিফলেট এবং ধর্মীয় বই উদ্ধার করা হয়।
আটকৃতদের মধ্যে মিজানুরের নামে নগরীর বিভিন্ন থানায় নাশকতার ৩টি মামলা রয়েছে। এদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার কথা বলেন এসি আবু সাঈদ।
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৬/হিমেল-০৮