ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় কামরুল হাসান (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত কামরুল পৌর এলাকার রামরায় গ্রামের আবদুল কাদেরের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় কামরুলকে অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৬/মাহবুব