পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক, দুই জেএমবি ও তিন শিবিরকর্মীসহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে জেএমবি'র দুই সদস্য খুটামারী ডাঙ্গাপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে আবু বকর সিদ্দিক (২৯) এবং খুটামারী কামাতপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে আয়নাল হককে (৩০) গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, এরা দু'জন জেএমবি'র সমর্থক। এছাড়া পুলিশ বোদা উপজেলা থেকে দুইজন ও দেবীগঞ্জ উপজেলা থেকে একজন শিবিরকর্মীকে আটক করেছে। এ নিয়ে গত তিন দিনে পঞ্চগড়ে আটকের সংখ্যা দাড়াল ৯১ ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ