সারাদেশে জঙ্গী ও সন্ত্রাস দমনে সাঁড়াশি অভিযানের ৩য় দিনে দিনাজপুরের ৬৫ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১২টা হতে রবিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
দিনাজপুরের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল মোঃ হাফিজুর রহমান জানান, জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা এবং আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
বিডি প্রতিদিন/১২ জুন ২০১৬/হিমেল-২৩