পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার করিয়ালে ট্রাক ও বাসের সংঘর্ষে আব্দুল হান্নান (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের তৈয়ব আলীর ছেলে।
সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন জানান, পাবনাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে সাইড দিতে গিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কোচ ইশা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে সরাসরি আঘাত করলে কোচের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কোচের যাত্রী হান্নান নিহত হন। এছাড়া কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদেরকে সাঁথিয়া ও বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও কোচ সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ