কুষ্টিয়ায় ট্রাক-নসিমনের সংঘর্ষে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। আহতদেরকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সোমবার ভোর পৌনে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শহরতলীর বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার লক্ষীপুর থেকে নসিমনযোগে ৭ জন নারী শ্রমিক শহরে আসছিলেন। তারা বটতৈল আনসার ক্যাম্পের সামনে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুর’তর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরো ৩ শ্রমিকের অবস্থা আশংকাজনক।
তবে এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ