চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইকে পিটিয়ে হত্যা করেছে অপর ভাই।
মারপিটে আহত ভাইকে ঢাকায় নেওয়ার পথে রবিবার দিবাগত রাত ১০টার দিকে টাঙ্গাইলে মারা যান খয়বার আলী (৫০)। এর আগে, গত শনিবার দুপুরে দুভাই ও তাদের নিকটাত্মীয়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক তদন্ত মেহেদী রাসেল জানান, আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগর গ্রামের মৃত মাহতাব আলীর দুই ছেলে খয়বার আলী ও চাঁদমিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই ভাই ও তাদের নিকটাত্মীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় খয়বার আলী। তাকে আলমডাঙ্গার হারদী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে রবিবার রাতে টাঙ্গাইলে মারা যান।
এ ব্যাপারে ময়না তদন্তসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মেহিদী রাসেল।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৬/মাহবুব