দেশব্যাপী সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে চুয়াডাঙ্গায় বিভিন্ন মামলায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন।
আটককৃতরা হলেন সদর উপজেলার পুটিখালী গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে আজিবর রহমান (৫৫), জেলা শহরের ফিরোজ রোডের দাউদ আলীর ছেলে আজিজুর রহমান (৩৮), শান্তিপাড়ার রুহুল আমিনের ছেলে মো. সুমন (২৫), নিজাম উদ্দিনের ছেলে রুহুল আমিন (৫৫), দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মুনসুর আলীর ছেলে সেলিম রেজা (৫২), দর্শনা আজিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফ হোসেন (৩২)।
এছাড়া, জীবননগর উপজেলা শহরের মৃত শাহেদ আলীর স্ত্রী ময়না খাতুন (৪০), যাদবপুরের আব্দুল করিমের ছেলে ইউনুস আলী (৩৬), সন্তোষপুরের আশাদুল ইসলামের স্ত্রী নিলু খাতুন (৩০) ও আবুল হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (৩৭)।
আটক এই ১০ জনের বিরুদ্ধে স্ব স্ব থানায় মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা বেলায়েত হোসেন।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৬/মাহবুব