নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান ওমর ফারুককে (৩০) অস্ত্র ও বিষ্ফোরকসহ গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। ওমর সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।
গতরাত একটার দিকে গোপন বৈঠকের প্রস্তুতির সময় তাকে ঘোড়াপাখিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, ২টি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, পাঁচশ’ গ্রাম গানপাউডার ও লিফলেট উদ্ধার করা হয়। সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চত করেছেন।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ