দেশব্যাপী সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ৩৬ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে একটি পিস্তল-চারটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, উপজেলার পুর্নিমাগাতী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে চারটি ককটেলসহ তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, মেছড়া ইউপির ঘটিয়ার চর এলাকায় নৌদস্যু আলম বাড়ি অভিযান চালিয়ে একটি পিস্তল, ছয়টি রামদা, একটি চাইনিজ কুড়াল, দুটি মোটরসাইকেল, একটি কম্পিউটার, আটটি ভুয়া রেজিস্ট্রেশনের কাগজ, তিনটি মোটর সাইকেলের নম্বরপ্লেট, ১০টি মোটর সাইকেলের চাবি, তিনটি চেইন তালা ও মোটর সাইকেল মেরামতের যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গত ২৪ ঘণ্টায় ককটেলসহ তিন জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৩২ জন আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/মাহবুব