চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রাম থেকে গতকাল দিবাগত রাতে জাল টাকাসহ মো. মাহিদুর (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আটক মাহিদুর জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর চাকটোলা গ্রামের হিসামুদ্দীনের ছেলে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি সহিদার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার একবরপুর গ্রামে অভিযান চালিয়ে মাহিদুরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯২টি বাংলাদেশি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে র্যাব।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ