কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ পিছ ইয়াবা রাখার দায়ে জামাল উদ্দিন (২৫) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে তাকে আটক করা হয় এবং আজ তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।
জালাল উদ্দিন পৌর এলাকার নাটাপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটাপাড়ায় অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে ২৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে তিন মাসের সাজা শেষে জেলহাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৬/হিমেল-০১