নীলফামারীতে বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য ও দুইজন জামায়াত কর্মী রয়েছেন।
আজ দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৬/হিমেল-০২