বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে জেএমবি'র কেন্দ্রীয় তালিকাভুক্ত এক জঙ্গিসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত বাগেরহাটের ৯টি উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
জেএমবি'র কেন্দ্রীয় তালিকাভুক্ত জঙ্গি মাওলানা জোবায়ের হোসেন দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় সে সময়ে বাগেরহাট পুলিশের হাতে আটক হয়েছিলেন। তিনি সদরের কালদিয়া মারকাজুল ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার সুপার।
আলোচিত এই জঙ্গি বাগেরহাটের মংলা উপজেলার শনিরগন্ড গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তবে আটককৃতদের কাছ থেকে পুলিশ কোন বিষ্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বলেন, বাগেরহাটের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে জেএমবি'র কেন্দ্রীয় তালিকাভুক্ত এক জঙ্গি ও সাজাপ্রাপ্তসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সময় কোন বিষ্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ