বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুজিত কুমার দাস (৩৫) ও তার স্ত্রী সুমিতা রাণী দাস (২৬)। সুমিতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের হরিপদ দাসের মেয়ে। নিহত সুজিত বাগেরহাটের মংলায় ফাইভ রিং সিমেন্ট কারখানার কর্মকর্তা ছিলেন। তার বাড়ী রাজবাড়ী শহরে। নিহত এই দম্পতির মাত্র দেড় বছর আগে বিয়ে হয়েছিলো। নিহত সুজিত তার স্ত্রীকে নিয়ে শুক্রবার রাজবাড়ী থেকে জামাই ষষ্ঠি খেতে শ্বশুর বাড়ী ফকিরহাটের পিলজংগ এসেছিলেন।
বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শেখ জামাল উদ্দিন বলেন, সোমবার সকালে সুজিত তার স্ত্রী সুমিতাকে নিয়ে শ্বশুর বাড়ি ফকিরহাট থেকে রাজবাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে রওনা হন। তারা বৈলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৬/হিমেল-০৬