ময়মনসিংহের ত্রিশালে সাবিনা বেগমকে (৩৫) শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী আজিজুল (৪২)। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছেন। সোমবার সকালে উপজেলার পৌর এলাকায় সিএনবির গোডাউনের সামনে হাজী ভিলা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ত্রিশাল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর এলাকার সিএনবির গোডাউনের সামনে হাজী ভিলায় ভাড়াটিয়া আজিজুলের ঘরে সোমবার সকালে সাবিনা বেগমের মরদেহ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সাবিনার পিতা উপজেলার সাখুয়া ইউনিয়নের আখরাইল গ্রামের আ. মতিন জানান, পরিবারের অমতে ২ মাস আগে আজিজুলের সাথে সাবিনার বিয়ে হয়েছিল। এখন আজিজুল আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন, ২০১৬/ আফরোজ