সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের ৪র্থ দিনে নোয়াখালীতে জামায়াত-শিবির ১৫ জন ও অন্যান্য মামলায় ৪৫ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদেরকে আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রোববার রাত থেকে আজ দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ১৫ জনসহ ৯ উপজেলার বিভিন্ন মামলার আসামী ৬০ জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ এ তথ্য নিশ্চিত করে জানান, সপ্তাহব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামীদেরকে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৬/হিমেল-০৭