বগুড়ায় পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যসহ বিভিন্ন মামলায় ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেন- আব্দুল আওয়াল (২৫), আহসান হাবিব ওরফে জামাত আলী (৩৬) ও আবু তাহের (৩৫)। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন ১৬/ সালাহ উদ্দীন