গলায় ফাঁস দেয়া অবস্থায় ফুলবাড়ীতে এক অজ্ঞাতনামা যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বেলা ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকট থেকে এই মৃতদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, বেতদিঘী ইউনিয়নের গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়ে ওই ইউনিয়নের দামার মোড় মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ধারে গাছে ঝুলে থাকা অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য দিনাজপুরে মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় ফুলবাড়ী থানার এস আই এসরাকুল বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৬/হিমেল-১০