বগুড়ার জেলার সারিয়াকান্দি পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা সোহেল রানা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাউন্সিলর সোহেল রানা উপজেলা পরিষদে কাজ শেষে বের হওয়ার সময় কতিপয় সন্ত্রাসী কিরিচ দিয়ে তার পাঁজরে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন ১৬/ সালাহ উদ্দীন