সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যার প্রতিবাদে এবং জঙ্গীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকাল ১১ টার দিকে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ব্যানারে লালমনিরহাটের মিশন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের সাধারণ সম্পাদক শ্রী গোপাল বর্মনের সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলা বন্ধের দাবি ও দোষীদের বিচারের দাবি জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শৈলেন্দ্র কুমার ও রতন কুমার সাহা।
মানব বন্ধনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, শ্রী শ্রী গৌরিশংকর গোশালা সোসাইটি, চার্চ অব গডসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৬/হিমেল-১৩