নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী গোলাম হোসেন শাহীনকে (৩৬) আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় ওই ইউনিয়নের চানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম হোসেন শাহীন চানপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন না মনজুর করে তাকে কারাগারে প্রেরণ করে।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা শাহীনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সেনবাগ থানায় নাশকতার ৩টি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করলে আদালত জামিন না মনজুর করে কারাগারে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/২২ জুন ২০১৬/হিমেল-২০