সিরাজগঞ্জের সলঙ্গায় রয়হাটি কাসেমপুর গ্রামে নারী ঘটিত বিষয় নিয়ে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
ইউপি সদস্য নওশের আলী জানান, নারীঘটিত বিষয় নিয়ে তার ভাতিজা কাওছারের সাথে একই গ্রামের ইয়ার বক্সের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার সকালে ইয়ার বক্স ৩০/৩৫ লোক নিয়ে নিয়ে কাওছারকে মারপিট করার জন্য আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের মারপিটে আব্দুল কাদের, আক্তার হোসেন, কাওছার আলী, আবুল কালাম ও শিশু আতিয়া খাতুনসহ অন্তত ১০জন আহত হয়। হামলার সময় একটি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন ১৬/ সালাহ উদ্দীন