গাইবান্ধার সাত উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩ কর্মীসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চলে বলে জানান জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আশাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে বিএনপির এক ও জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৬/মাহবুব