চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ায় কমলা খাতুন (২৫) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুন) দিবাগত রাতে শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। মৃত কমলা খাতুন শহরের ইসলামপাড়ার ফরজ আলীর স্ত্রী।
ঋণের টাকা শোধ দিতে না পারায় পাওনাদারের হাতে নির্যাতনের ভয়ে কমলা আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।
নিহতের স্বামী ফরজ আলীর অভিযোগ, কিছুদিন আগে প্রতিবেশী আঙ্গুরা খাতুনের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ঋণ নেন কমলা খাতুন। এ ঋণের টাকা শোধের মেয়াদপূর্ণ হতে না হতেই টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন পাওনাদার আঙ্গুরা। একপর্যায়ে বুধবার সন্ধ্যায় কমলাকে তার বাড়িতে ডেকে নিয়ে যান আঙ্গুরা। সেখানে কমলাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ কারণেই তার স্ত্রী বাড়ি ফিরে ঘরের চালার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নিহতের স্বামী ফরজ আলী।
বৃহস্পতিবার (২৩ জুন) মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ