সারা দেশে গুপ্তহত্যা নির্যাতন-নীপিড়নের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ।
সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সম্পাদক চন্দন দাস। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, বাপ্পী দত্ত্ব, অনির্বান বিশ্বাস, অরুন ঘোষ, মিন্টু মন্ডল প্রমুখ।
বক্তারা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাস গুপ্তের নামে মিথ্যা প্রচারনার প্রতিবাদ জানান।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন ১৬/ সালাহ উদ্দীন