মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় শনিবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (১৮) নামে ট্রাকের এক হেলপার মারা গেছে। সে মাগুরা সদরের আমুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে ঝিনাইদহ থেকে মাগুরা মুখী একটি ট্রাক ইছাখাদায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধক্কা দেয়। এ সময় ট্রাকের হেলপার ও ড্রাইভার গুরুত্বও আহত হয়। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা হেলপার আব্দুল্লাকে মৃত ঘোষণা করেন। ড্রাইভার শওকত হোসেন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন ১৬/ সালাহ উদ্দীন