নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রানীপুরা এলাকার কাঞ্চনপাড়া জামে মসজিদের ৫ শতাংশ জমি জবরদখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমি জবরদখলের প্রতিবাদ করায় মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে দখলকারীরা অশোভন আচরন করেন বলেও অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা। শনিবার সকালে ঘটে এ জবরদখলের ঘটনা।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম জানান, স্থানীয় মোকশেদ আলী নামে এক ব্যক্তি গত ৬৫ বছর আগে কাঞ্চনপাড়া জামে মসজিদের নামে ৭ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। রানীপুরা এলাকার শাহজাহান, ইসমাইল হোসেন, মুনসুর আলীসহ তাদের লোকজন মসজিদের ৭ শতাংশ জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলো।
শনিবার সকালে ৭ শতাংশ জমি থেকে ৫ শতাংশ জমি জবরদখল করেন। এসময় প্রতিবাদ করায় মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে দখলবাজরা খারাপ আচরন করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, তারা নিজেদের ক্রয়কৃত জমি দখল করেছেন। মসজিদের জমি নয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৬/হিমেল-১৮