মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের যৌথ উদ্যোগে র্যালিটি প্রধান সড়ক দিয়ে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. আব্দুল মতিন ও পৌর মেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে র্যালিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। পরে পাবলিক হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৬/শরীফ