গাজীপুরের সাহাপাড়া এলাকা থেকে অলক সাহা (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত অলক সাহা একজন পান ব্যবসায়ী ছিলেন। তিনি সাহাপাড়া এলাকার প্রতাপ সাহার ছেলে।
জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ উদ্দিন জানান, এলাকাবাসী মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি আমগাছে অলকের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৬/হিমেল-০৬