মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অারও ২০ জন।
শনিবার বিকেল ৫টা উপজেলার সমষপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ডেরিক কুইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া পরিবহনের (ঢাকা মেট্রো-গ ০২-২১৯৬) একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি আহতদের উদ্ধার করে শ্রীনগর ষোলঘরের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, যোগ করেন তিনি।
বিডি প্রতিদিন/ ২ জুলাই ২০১৬ / সালাহ উদ্দীন /হিমেল-২১