কুমিল্লার চৌদ্দগ্রামে মায়ের অভিযোগে ছেলেকে তিন মাসের সাজা শেষে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জাফর ইকবাল মিয়াজী (৩০)। সে পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামের রুস্তম আলী মিয়াজীর ছেলে।
জানা গেছে, জাফরের মাদক সেবনে অতিষ্ট হয়ে তার মা জাহানারা বেগম অভিযোগ দিলে আজ পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে তাকে তিন মাসের সাজা শেষে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগেও মায়ের অভিযোগে আরেক মাদকসেবীকে ১০ মাস ১০ দিনের সাজা শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৩ জুলাই ২০১৬/শরীফ