এক তরুণীর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে আছে ২দিন ধরে। তরুণীর পরিচয় জানতে মঙ্গলবার কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ৩ জুলাই বেলা দেড়টার দিকে কে বা কারা ২৫ বছর বয়সের এক অজ্ঞাতনামা তরুণীকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে যায়। কর্তব্যরত ডাক্তার তার চিকিৎসা দেয়। পরবর্তীতে বেলা ২টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই মোঃ মজনু মিয়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এসআই মোঃ মজনু মিয়া জানান, অজ্ঞাতনামা তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। লম্বা ৫ ফুট। গায়ের রং উজ্জল শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে। মাথার চুল কাল, লম্বা এক হাত। মাথার ডান পাশে কপাল সংলগ্ন অনুমান ১২ ইঞ্চি লম্বা কাটা আঘাতের চিহ্ন আছে, পুরো মুখে থেতলানো জখম আছে।
বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৬/সালাহ উদ্দীন