সৌদি আরবের সাথে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৫টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
ঈদুল ফিতরের নামাজ আদায়ে বুধবার সকালে উপজেলার হাড়িশ্বরের মুন্সিপাড়া, তুষভান্ডারের বগুড়াপাড়া, চন্দ্রপুরের বালাপাড়া, কাকিনার মিলনবাজার ও পানিখাওয়ার ঘাট গ্রামে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে মুসল্লীরা দল বেধে ঈদের জামাতে অংশ নেন।
হাড়িশ্বর মুন্সিপাড়া গ্রামের ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা আব্দুল আজিজ ও জামাতের খতিব মওলানা ইমান আলী জানান, গত ৬ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এ সকল এলাকায় ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, শব-ই ক্বদর, শব-ই বরাত, শব-ই মেরাজ ও রমজানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন তারা।
বিডি-প্রতিদিন/৬ জুলাই, ২০১৬/মাহবু্ব