সৌদি আরবের সাথে মিল রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া উত্তর পাড়া গ্রামে আজ বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। এ গ্রামের হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদে বুধবার সকাল ৯ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মো: আব্দুল্লাহ আল মাসুম।
আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদে পুরুষের পাশাপাশি নারীদেরও একইসাথে জামাত অনুষ্ঠিত হয়। এদিন শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। জামাত শুরুর আগে মুসল্লিদেরকে খেঁজুর দিয়ে আপ্যায়ন করা হয়।
প্রায় ১০ বছর ধরে এই গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করা হয় বলে আয়োজকরা জানান।
বিডি-প্রতিদিন/৬ জুলাই, ২০১৬/মাহবু্ব