পিরোজপুরের আটটি গ্রামের ছয় শতাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। আজ সকালে তারা ঈদের নামাজ আদায় করেছেন। এর আগে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের পাঁচশতাধিক পরিবার ও নাজিরপুর উপজেলার লঘুনাথপুর ও খেজুরতলা গ্রামের ৭০ পরিবার ঈদ উদযাপন করছেন।
সকাল ১০টায় সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের ফরহাদ মেম্বরের বাড়ি ও ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়িতে ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হয়।
তারা শরীয়তপুরের নাড়িয়া উপজেলার সুরেশ্বর পীরের অনুসারী। সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ মিয়া সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামে ঈদ উদযাপনের কথা জানান।
বিডি প্রতিদিন/৬ জুলাই ২০১৬/হিমেল-১০