গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত পৌর ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে একই সময়ে কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এছাড়া ঈদের দিন থানাপাড়া জামে মসজিদে, জনতা রোড জামে মসজিদ, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, পাওয়ার হাউজ জামে মসজিদ অনুষ্ঠিত হবে। এরপর জেলার বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ঈদকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কে নির্মান করা হয়েছে তোরন। ঈদের জামাত উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাজোরদার করা হয়েছে। ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে টহল পুলিশ। এছাড়া ডিবি পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।
বিডি-প্রতিদিন/৬ জুলাই, ২০১৬/ সালাহ উদ্দীন