দিনাজপুরে মোঃ খাদেমুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী মোছাঃ ফারজানা (২৮)কে আটক করা হয়েছে।
নিহত খাদেমুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের গোয়ালপাড়া বেলবাড়ী গ্রামের মোঃ ডিজার আলীর ছেলে।
বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতারে প্রেরণ করেছে।
নিহতের পিতা মোঃ ডিজার আলী সাংবাদিকদের জানান, পাশের বাজারে যাওয়ার কথা বলে মঙ্গলবার ইফতারির পর বাড়ি হতে বেড়িয়ে যায়। এরপর আর রাতে বাড়িতে ফিরেনি সে। পরে সকালে আমাদের বাড়ি হতে অর্ধ কিলোমিটার দুরে একটি পুকুরে পার্শ্বে পাট ক্ষেত সংলগ্ন এলাকায় মৃত এবং পোড়ানে এক ব্যক্তি পড়ে আছে স্থানীয় লোকজনদের কাছে জানতে পেরে সেখানে যাই। গিয়ে দেখি মৃতদেহটি আমাদের খাদেমুল ইসলামের।
কোতয়ালী থানার এসআই নয়ন জানান, মঙ্গলবার রাতে যে কোন এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার উপর ভূট্টা গাছের খড়ি দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। নিহতের শরীরের নিজের অংশ পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে বাড়ির খুব কাছাকাছি। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোঃ খাদেমুল ইসলাম পেশায় একজন শ্রমিক। একজন শ্রমজীবি মানুষকে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়টি আমি খতিয়ে দেখছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী মোছাঃ ফারজানা (২৮) কে আটক করা হয়েছে। দ্রুত হত্যার কান্ডের মুল রহস্য উদঘাটনে আশাবাদী।
বিডি-প্রতিদিন/৬ জুলাই, ২০১৬/ সালাহ উদ্দীন