বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েক হাজার পরিবার আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর পালন করছে। এরা চট্টগ্রামের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদ সহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন।
বরিশাল সিটি করপোরেশন এলাকায় তিনটি জামাতের মধ্যে প্রধান ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় ২৩নং ওয়ার্ডে ‘তাজকাঠী জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ’ ময়দানে। জামাতে ইমামতিত্ব করেন মাওলানা মো. দেলোয়ার হোসাইন।
এছাড়াও নগরীর ২৬নং ওয়ার্ডে হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ এবং ২২নং ওয়ার্ডের জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও এই মাজাহাবের অনুসারীরা নগরীতে ৩টি, বাবুগঞ্জে ৪টি, হিজলায় ২টি, মেহেন্দিগঞ্জে ২টি, বন্দর থানার সাহেবের হাটে ২টি, বাকেরগঞ্জে ১টি সহ দক্ষিণাঞ্চলের কয়েকশ’ জামাতে ঈদের নামাজ আদায় করেন। তাদের মতে, দক্ষিণাঞ্চলে কয়েক হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছে।
বিডি-প্রতিদিন/৬ জুলাই, ২০১৬/ সালাহ উদ্দীন